তবে কি শেষমেষ ভারত - পাকিস্তান যুদ্ধের ই প্রস্তুতি !!!! দেখে নিন কি ঘটছে সীমান্তে

বেশ কিছু দিন ধরে ই চলেছে এই প্রস্তুতি বলে মনে করছে স্থানীয় লোকজনেরা। প্রতি দিনই ঢুকছে অনেক আর্মি  ভর্তি ট্রাক।এবং তারই সাাথে স্থানীয় লোক  
ছাড়া ওই চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সতর্ক বার্তা জারি আছে এলাকাতে।
সঠিক খবর এক্ষণ পর্যন্ত না পাওয়া গেলে ও বর্ডারের পরিস্থিতি দেখে এই টুকু আঁচ করছে বেশ কিছু সংবাদ মাধ্যম দল ও। 
সীমান্তে আবার ও কোনো বড়সড় আক্রমণ করার ভালো রকম ছক কষছে পাকিস্থান। 

১০০ কমান্ডো মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর।কিন্তু কেনো??

নিয়ন্ত্রণ রেখা বরাবর ১০০ জন কমান্ডো এর স্পেশাল সার্ভিস গ্রুপ(এস এস জি) গতিবিধি লক্ষে আসছে। তাদের ওপর চলছে করা নজরদারি।৩৭০ বিলোপের পর ই পাকিস্থানীদের বাড়াবাড়ি দেখা যাচ্ছে সীমান্তে।
ভারত ,পাকিস্তানের গতিবিধি অন্য রকম দেখেই   কুপওয়াড়ায়  সেনা মোতায়েন করেছে।

রোহিঙ্গা আর জঙ্গিদের সাথে নিয়ে বিস্ফোরণ এর চেষ্টা চলছে
সূত্রের খবর পাকিস্থানি সেনাদেরদের সাথে, জঙ্গি রা ও হাতে হাত মিলিয়ে ভারত কে আক্রমণ করবে এমন ই পরিকল্পনা তাদের।
রোহিঙ্গদের ভারত বিরোধী উস্কানি দেওয়া হচ্ছে। প্রতিহিংসার বীজ বোনা হচ্ছে তাদের মাথায়
এ ক্ষেত্রে টার্গেট করা হয়েছে বাংলাদেশ এর রোহিঙ্গা মুসলিম দের কে।

Comments