তবে আবার ও কি হতে চলেছে কোনো জঙ্গি হামলা?? l নাশকতা ছড়াতে নতুন ছক নিয়ে হাজির কুখ্যাত লস্কর-ই -

হ্যাঁ ঠিক ই শুনেছেন,আবার ও কোনো ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে আবার ও হতে পারে কোনো বড়সর হামলা। তার ই খোঁজ পাওয়া গেছে। এবার আর কাশ্মীর দিয়ে নয় তামিলনাড়ু দিয়ে প্রবেশ ঘটেছে ৬ জন জঙ্গির। তাদের মধ্যে ৫ জন পাকিস্থানি আর একজন শ্রীলঙ্কার বাসিন্দা । ৬ জনেই হলো লস্কর-ই-তৈবা-র ।  তারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিয়ে তামিনাড়ুতে তে প্রবেশ করেছে। তাই তামিনাড়ুতে চলছে চিরুনি তল্লাশি। আর  তামিলনাড়ুর সমস্ত জনবহুল জায়গাতে রয়েছে পুলিশি নিরাপত্তা।




Comments