অতিন্দ্র বললো -"চোখ দিয়ে জল চলে আসছে" | অতিন্দ্র কাল লাইভ এ আসে রানুদিকে নিয়ে!! | কেনই বা বললেন কড়া ব্যাবস্থা নেবেন !!

কি এমন হলো যার জন্য রেগে গিয়ে অতিন্দ্র এমন বললো !!

সমস্ত প্রশ্নের যোগ্য জবাব দিয়ে দিলো অতিন্দ্র। কি বললো? , কেনো ই বা এতো রেগে গেলো সে?
কাল বিকেল ৩ টের খবর। ফেসবুক থেকে লাইভ আসে অতিন্দ্র আর তপন বাবু সাথে রানুদিকে নিয়ে। তারা আর মুখ বুজে সহ্য করবে না লোকের কটুক্তি। বিভিন্ন খবরের চ্যানেল কে মুখের ওপর জানিয়ে দিলো। তারা গোটা বিষয় না জেনে কেনো ভুয়ো খবর রটাচ্ছে ,তাই নিয়ে তাদের ক্ষোভ।
        কিছু কিছু সংবাদ মাধ্যম বিভিন্ন মিডিয়াতে লিখেছে অতিন্দ্র নাকি রানুদীর একাউন্ট থেকে ১০,০০০/- টাকা নিয়ে নিয়েছে। "এমন খবর রটাচ্ছে আমাদের চোখ দিয়ে জল চলে আসছে আমাদের"- বললেন অতিন্দ্র বাবু।
কিন্তু এটা পুরোপুরি মিথ্যে রটনা। তাদের কে কেনো এই ভাবে ছোট করছে সংবাদ মাধ্যম গুলি, কলকাতা ফিরে এসে ঐ সমস্ত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবে তা ও জানিয়ে দিলো স্পষ্ট।
রনুদি পুরো বিষয় টা পরিষ্কার করে বলে দিলো যে অতিন্দ্র তার থেকে কোনো টাকা নেয় নি।


ভগবানের চাকর নিয়ে ও বললেন অতিন্দ্র

"যারা বুদ্ধিজীবী মানুষ তারা ঠিকই বুজবে এর মানে টা ঠিক কি!! সবাই এই ভাষার মানে বুজবে না। আর ও বললেন, যেখানে এই কথা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই সেখানে সবাই এটা নিয়ে কেনো এত জলঘোলা করছে? রনুদী ভুল কিছুই বলে নি।"
পুরো ভিডিও দেখে নিন
https://m.facebook.com/story.php?story_fbid=2157672727864258&id=100008646553836

Comments